আনোয়ারায় দেশি-আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫১ PM
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশি ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় টহল পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে প্রায় ২০-২৫ জন ডাকাত চারটি সিএনজি নিয়ে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন পরৈকোড়া গ্রামের মো. সাকিব ওরফে শাকিল (২১), শাহাদাত হোসেন (২২), পটিয়ার ভান্ডারগাঁওয়ের মো. নেছার (২২), মো. সাইফুল ইসলাম (৩৫), গৌরনখাইন গ্রামের মো. আরিফুল ইসলাম ওরফে বাবু (২৫), শান্তিরহাটের মো. হাবিব (২৩) ও দক্ষিণ কাশিয়াইশের মো. রাজীব চৌধুরী (২১)।
অভিযানে তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি তাজা কার্তুজ, ১টি পাইপগান সদৃশ লোহার অস্ত্র, ১টি লোহার দেশীয় অস্ত্র, ৩টি বেসবল ব্যাট, ২টি জম্বি ব্যাট, ১টি তলোয়ার, ৫টি বড় রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী আনোয়ারা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ডাকাতরা পুলিশ দেখে পালাতে চাইলে ধাওয়া করে তাদের আটক করা হয়।’
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ডাকাতদলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো আনোয়ারা এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।