নদীতে ট্রলারসহ ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি, মূল আসামি গ্রেফতার
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:২২ PM
পটুয়াখালীর বাউফলে ট্রলারসহ একজন কৃষকের ১৫লাখ টাকার তরমুজ ডাকাতি ও কৃষকদের মারধরের ঘটনার মূল পরিকল্পনাকারী ডাকাত কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শনিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ভোলা জেলার দক্ষিণ দিগালদি এলাকা থেকে র্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে তরমুজ বোঝাই একটি ট্রলার গলাচিপা উপজেলার চর কাজল থেকে ছেড়ে ১০ চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। ট্রলারে ৫ জন কৃষক আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিচ তরমুজ ছিল। তারা তেঁতুলিয়া নদীর বাউফলের নাজিরপুর অংশে এলেই সশস্ত্র ডাকাতরা ট্রলারটি ঘিরে ফেলে। কৃষকদের মারধর করে এবং তরমুজ বোঝাই ট্রলার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বলেন, পুলিশের তদন্তের পাশাপাশি র্যাবের ছায়া তদন্তে উঠে আসা তথ্য নিশ্চিত করে মারধর ও ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে আমরা অভিযান করি এবং ডাকাত কামালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।