নেত্রকোনায় চলন্ত বাসে ডাকাতির চেষ্টা, ১ ডাকাত আটক

কেন্দুয়া থানা
কেন্দুয়া থানা  © সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চলন্ত বাসে ডাকাতির চেষ্টাকালে যাত্রী ও এলাকাবাসীর সহযোগিতায় একজন ডাকাতকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম কুশু কুন্ড সরকার (৫০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি গ্রামের নেপাল চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সিলেট থেকে ছেড়ে আসা সীমান্ত শাহজালাল পরিবহনের একটি বাস নেত্রকোনার কলমাকান্দার দিকে যাচ্ছিল। বাসটি ভোর ৪টা ১০ মিনিটে কেন্দুয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় সেখানে চায়ের দোকানে থাকা কয়েকজন লোক বাসটির গতিবিধি দেখে সন্দেহ করেন। তারা সঙ্গে সঙ্গে রামপুর বাজারের স্থানীয়দের ফোনে জানালে, তারা দ্রুত রাস্তায় অবস্থান নেন।

পরে ভোর ৪টা ২৪ মিনিটের দিকে রামপুর বাজার এলাকায় বাসটি আটকে দেওয়া হয়। এ সময় বাসের যাত্রী ও এলাকাবাসী মিলে ডাকাত দলের এক সদস্যকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পরপরই কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান রানা একটি পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আটক ডাকাতকে থানায় নিয়ে আসেন।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বাসে ডাকাতির সময় যাত্রী ও স্থানীয়দের সহায়তায় একজন ডাকাতকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ