নিরাপত্তারক্ষীকে জিম্মি করে হিমাগারে ডাকাতি, সিআইডির হাতে গ্রেফতার ২

হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে সিআইডি
হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে সিআইডি  © সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১২ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

সিআইডির এলআইসি শাখার তথ্যপ্রযুক্তি সহায়তায় আসামিদের সনাক্ত করার পর রাজশাহী জেলা ও মেট্রোর একটি বিশেষ দল গত কয়েকদিনে ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাকৃতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণাগোপাল গ্রামের মফজেল হোসেনের ছেলে মো. সাজেদুল ইসলাম এবং শাহজাদপুর উপজেলার বেনোটিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. রুবেল।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাত দেড়টার দিকে মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়া গ্রামের ‘দেশ কোল্ড স্টোরেজ (প্রা.) লিমিটেড’-এ প্রায় ৩০-৩৫ জনের ডাকাত দল প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে। প্রথমে গেটে থাকা দুই নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে গ্যারেজে ফেলে রাখা হয়। পরে তারা কোল্ড স্টোরেজে ঢুকে ঘুমন্ত ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে রাখে।

ডাকাতরা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ, আলমারি ও লেবার সর্দারের রুম ভাঙচুর করে। এ সময় তারা গোলআলু সংরক্ষণের ভাড়া বাবদ নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, মূল্যবান যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ মোট প্রায় ৬৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ট্রাকে এসব মালামাল পরিবহন করা হয়।

এ ঘটনায় একই দিন মোহনপুর থানায় ডাকাতি ও অস্ত্র ব্যবহার সংক্রান্ত মামলা (মামলা নং-০২, তারিখ ০৭/০৮/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭) দায়ের করা হয়।

ঘটনার পর সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সিআইডি মামলাটির ছায়া তদন্ত শুরু করে। সিআইডি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ