লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহেও হামলা

অ্যাম্বুলেন্সে ডাকাতি
অ্যাম্বুলেন্সে ডাকাতি  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অর্থ ও মূল্যবান সামগ্রী না পেয়ে মরদেহের ওপরও হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। এ ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘটে।

জানা যায়, মুকবুলপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত ছবদর আলী ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছিল। পথে তিলপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে একদল সশস্ত্র ডাকাত।

ডাকাতরা গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন ও নগদ প্রায় অর্ধলাখ টাকা লুটে নেয়। এছাড়া ডাকাতদের চাহিদা অনুযায়ী সম্পদ না পাওয়ায় মরদেহের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন নিহতের ছেলে মো. আলমগীর মিয়া।

আহতদের মধ্যে রয়েছেন—চালক ফিরুজ মিয়া, গাড়ির মালিক খলিল মিয়া, স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, আলমগীর মিয়া, সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এই সড়কে মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে, তবে লাশবাহী গাড়িতে হামলার মতো ঘটনা এর আগে ঘটেনি। এলাকাবাসী আতঙ্কে রয়েছেন।

স্থানীয় আইনজীবী মো. রেজাউল হক আমজাদ বলেন, ‘এটি কেবল ডাকাতি নয়, এটি মানবিকতার সর্বশেষ সীমার লঙ্ঘন। এমন ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও পীড়াদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, ‘লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা একটি অমানবিক অপরাধ। প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।’

এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত এই ডাকাতচক্রকে গ্রেফতার ও সড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ