মিরপুরে ডাকাতি করে পালানোর সময় সাবেক সেনা সদস্যসহ গ্রেফতার ৪

২১ জুলাই ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
অপরাধীকে আটকের হাতকড়া

অপরাধীকে আটকের হাতকড়া © প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একটি ফ্ল্যাটে ঢুকে ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন সাবেক সেনাসদস্যসহ চারজন। তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনী থেকে মেডিক্যাল বোর্ড আউট হওয়া এক সাবেক লেফটেন্যান্ট ও এক অবসরপ্রাপ্ত কর্পোরাল।

পুলিশ জানায়, রবিবার (২০ জুলাই) বেলা তিনটায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ আরও জানায়, মিরপুর ডিওএইচএসের ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরালসহ মোট পাঁচজন ব্যক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিল ডাকাত দলটি। সেসময় তাদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়।

পরে গাড়িটি ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায়। সেসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাত দলের চারজনকে আটক করে পুলিশ। এরপর দেখা যায়, দলের দুইজন সাবেক সেনা সদস্য, যাদের একজন অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরাল।

জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, হীরার গয়না, স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, তিনটি দামী ঘড়ি, প্রসাধনী, কিছু ইয়াবা ট্যাবলেট, হেডফোন সেট ও পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। 

এ বিষয়ে পল্লবী থানার ওসি শফিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করা হবে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9