নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

আটক ডাকাত দলের ছয় সদস্য
আটক ডাকাত দলের ছয় সদস্য  © টিডিসি

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও দেশি অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক (৩৮), মো. কাওসার (২৫), মো. বিপ্লব মিয়া (২৪), মো. মনিরুল ইসলাম (২৪), মো. মবিদুল ইসলাম (২১) ও মো. সুরুজ আলী (২১)।

জানা গেছে, সেনাবাহিনীর তল্লাশিকালে প্রথমে সন্দেহভাজন চার ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, বেশ কিছু দেশি ধারালো অস্ত্র এবং ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী আরেকটি অভিযান পরিচালনা করে ওই দলের মূলহোতা আরও দুই সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন।

আরও পড়ুন: নতুন দায়িত্ব নেওয়া ইরানের ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

আটক ব্যক্তিরা জানান, গুরুদাসপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। 

এ বিষয়ে নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে নাটোরের গুরুদাসপুর থেকে ডাকাত চক্রের ছয় সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ