নতুন দায়িত্ব নেওয়া ইরানের ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের একটি ড্রোন তৈরির কারখানা
ইরানের একটি ড্রোন তৈরির কারখানা  © সংগৃহীত

ইরানের অভিজাত ইসলামিক অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। প্রায় এক সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করেছিল ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলছে, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। ওই কমান্ডারের নাম আমিন পউর জোধকি বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।
 
ত ১৩ জুন আইআরজিসির ড্রােন বাহিনীর আরেকজন কমান্ডার তাহার ফুরকে হত্যার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে, এর পর থেকে কমান্ডার আমিন ওই বাহিনীর অভিযানে প্রধান দায়িত্বপালন করছিলেন।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ সংবাদ