নাটোরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৮ জুন ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:২৪ AM
লালপুর থানা

লালপুর থানা © সংগৃহীত

নাটোরের লালপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ জুন বেলা তিনটার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী মোজাম সরদার (৫০) কৌশলে শিশুটিকে প্রলোভন দেখিয়ে পাশের পাটক্ষেতে ডেকে নিয়ে যান এবং সেখানে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মোজাম সেখান থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী শিশুর বাবা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৩ জুন আমার মেয়েকে মোজাম সরদার পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে ভয়ে বিষয়টি আমাকে জানায়নি। পরে মোজামের ছেলের বউয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারি। এরপর আমি ১৩ জুন সেনাবাহিনীর কাছে অভিযোগ করি। তার পর লালপুর থানায় অভিযোগ করি। আমি চাই  মোজামের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করার সাহস না পায়।’

আরও পড়ুন: ইরান-ইসরায়েল যুদ্ধ বিস্তৃত হলেও বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা কম

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তার যোগাযোগ করা সম্ভব হয়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা এ ঘটনায় কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্রোহী প্রার্থী রুমিনা ফারহানা বললেন—‘এই আপসহীনতা নেত্রীর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পেশায় ব্যবসায়ী নুর: বার্ষিক আয়ে সবার ওপরে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের সূচিতে ব্যাপক রদবদল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নানা আয়োজনে নেত্রকোনায় কমরেড মনি সিংহের ৩৫তম প্রয়াণদিবস পাল…
  • ৩১ ডিসেম্বর ২০২৫