মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে সশস্ত্র ডাকাতি

২৬ মে ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
এমভি সেজুঁতি

এমভি সেজুঁতি © সংগৃহীত

মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেলে নোঙর করে রাখা একটি বাণিজ্যিক জাহাজে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) ভোররাতে ‘এমভি সেজুঁতি’ নামের জাহাজটিতে এ ঘটনা ঘটে। ডাকাতরা জাহাজের নাবিক ও ক্রুদের জিম্মি করে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

জাহাজটির প্রধান প্রকৌশলী মো. সিরাজুল হক জানান, রোববার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে একদল সশস্ত্র ডাকাত এংকর চেইনের ভেতর দিয়ে জাহাজে উঠে। তারা রামদা, চাপাটি, লাঠি ও দেশীয় অস্ত্রের মুখে ৭ জন নাবিক ও কর্মীকে রশি দিয়ে বেঁধে জিম্মি করে রাখে। ডাকাতরা ইঞ্জিন কক্ষসহ বিভিন্ন স্থান থেকে স্পেয়ার পার্টস, ২০০টি বেয়ারিং, ব্যাটারি, ড্রিল মেশিন, তেলের ড্রাম, গ্যাস ও অক্সিজেন বোতল, কম্পিউটার, স্মার্টফোনসহ অন্তত ১৬ ধরনের মালামাল এবং নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

শিপিং এজেন্ট পিএনএন শিপিং লাইন্স লিমিটেডের পক্ষ থেকে মোংলা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোম্পানির প্রতিনিধি আতাউস সালাম সৌরভ। তিনি বলেন, “একটি সংঘবদ্ধ জলদস্যু দল অস্ত্রসহ জাহাজে হামলা চালিয়ে মালামাল লুট করে নেয়। আমরা বিষয়টি মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও নৌ পুলিশকে লিখিতভাবে জানাব।”

এদিকে ঘটনা জানার পর সকালেই কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা এলাকাটি পরিদর্শন করেন। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, এখনো জাহাজ কর্তৃপক্ষ তাদের কাছে লিখিত কোনো তথ্য দেয়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, জাহাজটি গত বছরের জুন মাসে ভারত থেকে পাথরবোঝাই করে মোংলা বন্দরে আসে। পণ্য খালাসের পর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর ধরে এটি বন্দরে নোঙর করে রয়েছে।

অপসাংবাদিকতার শিকার হয়েছি: মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
বোয়ালখালীতে সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9