নাটোর সুগার মিলে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ট্রাকভর্তি যন্ত্রপাতি লুট
- নাটোর প্রতিনিধি
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:০১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৬:৪০ AM
নাটোর শহরের হুগলবাড়িয়া এলাকায় অবস্থিত নাটোর সুগার মিলে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টা থেকে ভোররাত পর্যন্ত মিল চত্বরে চলে এই ডাকাতি। ট্রাক নিয়ে এসে মিলের মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
মিল কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে একদল অস্ত্রধারী ডাকাত নাটোর সুগার মিল চত্বরে প্রবেশ করে। তারা প্রথমে গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং বেঁধে ফেলে। এরপর তারা মিল হাউজ, ওয়ার্কশপ, মেকানিক্যাল ইউনিট, ইলেকট্রিক সেকশন এবং ল্যাবরেটরি অফিসের মূল্যবান যন্ত্রপাতি লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।
সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘ডাকাতরা পরিকল্পিতভাবে গভীর রাতে হামলা চালায়। তারা গার্ডদের বেঁধে রেখে মিলের বিভিন্ন ইউনিটের যন্ত্রপাতি লুট করে চলে গেছে। তবে এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কী পরিমাণ মালামাল বা কত টাকার সম্পদ লুট হয়েছে।’
ডাকাতির খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উৎসুক জনতা ভিড় করতে থাকে মিলের সামনে। ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। তারা পুরো এলাকা ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ঘটনার পরপরই আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত কাজ চলছে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা তদন্তের পর নির্দিষ্ট করে বলা যাবে। যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’