রাজধানীতে কলেজছাত্রী অপহরণ, অভিযুক্ত যুবকের মাকে গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীর ডেমরায় ১৭ বছর বয়সী বদরুন্নেছা মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণ করেছে হাসান মিয়া (২৩) নামে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবকের মা হাসিনা বেগমকে (৪২) গ্রেফতার করে রবিবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকা থেকে হাসিনা বেগমকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। তিনি ওই এলাকার শিকদার বাড়ির সাংবাদিক ভবনের ভাড়াটিয়া এবং অভিযুক্ত রিপন মিয়ার (৪৭) স্ত্রী।

অভিযোগে বলা হয়েছে, গত ৫ অক্টোবর বিকেলে ডগাইর সাইনবোর্ড সেফ গার্ডেন সংলগ্ন রাস্তার পাশের একটি ফার্মেসির সামনে থেকে পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করা হয়।

এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভুক্তভোগীর বড় ভাই মো. রাসেল ডেমরা থানায় হাসান মিয়া, তার বাবা-মা এবং গাজীপুরের শ্রীপুর থানার ধানুয়া জৈনা বাজার এলাকার বাসিন্দা শাখাওয়াত (২২)–সহ চারজনকে আসামি করে মামলা করেন।

বাদীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, কলেজে যাওয়া-আসার পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল হাসান মিয়া। এ বিষয়ে মেয়েটি তার ভাইকে জানালে ভাইটি হাসানের বাবা-মাকে বিষয়টি জানিয়ে ছেলেকে শাসন করতে বলেন। কিন্তু হাসানের বাবা-মা ছেলেকে শাসন না করে উল্টো ওই মেয়ের প্রতি ক্ষিপ্ত করে তোলেন।

ওসি আরও জানান, পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করে গাজীপুরে নিয়ে যাওয়া হয়, যেখানে ৪ নম্বর আসামির নিয়ন্ত্রণে মেয়েটি ও হাসান অবস্থান করছিল। দ্রুত সময়ের মধ্যে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতারের আশ্বাসও দেন তিনি।


সর্বশেষ সংবাদ