চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬ নেতা গ্রেপ্তার

০২ জুন ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৪:২১ PM
আওয়ামী লীগের গ্রেপ্তার নেতারা

আওয়ামী লীগের গ্রেপ্তার নেতারা © সংগৃহীত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত রবি ও সোমবার (১ জুন) রাত এবং আজ মঙ্গলবার (২ জুন) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নাছির উদ্দিন ছাড়া গ্রেপ্তার অন্য নেতাকর্মীরা হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহসভাপতি মো. আব্দুস সালাম (৫৭), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ-বিষয়ক সম্পাদক মো. নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণ ২৪ নম্বর ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২), মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪) ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬)।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ

ডিবি সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া ৮টার দিকে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। সোমবার (২ জুন) রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা থেকে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাত সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকা থেকে মো. আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে রবিবার রাত ৯টার লালবাগ হতে মো. নুরুল হককে, রাত  সাড়ে ১০টার দিকে পল্লবী এলাকা থেকে মো. নাসির আহমেদকে ও রাত পৌনে ১২টার দিকে ওয়ারী এলাকা থেকে মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চশিক্ষা ও মাদ্রাসায় বাজেটে বরাদ্দ বাড়ছে

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬