বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

মো. কামরুল আহসান
মো. কামরুল আহসান  © সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) উপজেলার ঘোষেরহাট বাজার থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহসান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রাসেল হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন। 

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।  


সর্বশেষ সংবাদ