পিস্তল-ম্যাগাজিনসহ দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার
- বেনাপোল প্রতিনিধি
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৮:০৭ AM
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ মে) রাত গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আবদুল মজিদ (৪৮) ও রবিউল সর্দারের ছেলে ইছা সর্দার(৫০)।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। প্রথমে অভিযান চালানো হয় আবদুল মজিদের বাড়িতে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাবির বিষয় পছন্দক্রম শেষ কাল, পূরণ না করলে প্রার্থিতা বাতিল
এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার গোয়ালঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত সামগ্রীর মূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।
খুরশীদ আনোয়ার আরও বলেন, সীমান্ত অঞ্চলে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে ও ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।