আদিল রশিদ ও রেহান আহমেদ © সংগৃহীত
আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা পেতে বিলম্বের মুখে পড়েছেন দুই ইংলিশ তারকা ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদ। এই ভিসা জটিলতার কারণে ৩৭ বছর বয়সী লেগ স্পিনার আদিল রশিদ এবং ২১ বছর বয়সী অলরাউন্ডার রেহান আহমেদ এই সপ্তাহে প্রস্তুতি ম্যাচের জন্য দলের বাকি সদস্যদের সাথে শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না। আগামী ২২ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় ইংল্যান্ডের তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে।
স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, শ্রীলঙ্কা সফর মিস করলেও ৮ ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচের আগেই এই দুই খেলোয়াড় ভারতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই সমস্যা সমাধানে ভারত সরকার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে কাজ করছে। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচসহ তিনটি ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত এমন ক্রিকেটারদের ভারতে খেলতে যাওয়ার ক্ষেত্রে ভিসার বিলম্ব হওয়া কোনো নতুন ঘটনা নয়। গত মঙ্গলবার প্রকাশিত সংবাদে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের দ্রুতগতির বোলার আলী খানকেও ভারত সরকার ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে দুই বছর আগে শোয়েব বশিরও ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট মিস করেছিলেন এবং সাকিব মাহমুদ একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অবশ্য ইসিবি ধারণা করছে যে, এবার ভিসা ইস্যু করার ক্ষেত্রে ভারত সরকারের বিশেষ কোনো আপত্তি নেই এবং তারা আত্মবিশ্বাসী যে খেলোয়াড়রা টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
শ্রীলঙ্কায় আসন্ন সিরিজে আদিল রশিদ ও রেহান আহমেদ না থাকায় সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকের হাতে স্পিন অপশন এখন বেশ সীমিত। বর্তমানে স্কোয়াডে লিয়াম ডসনই একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন। ফলে অনুপস্থিত এই দুই ক্রিকেটার সময়মতো পৌঁছাতে না পারলে উইল জ্যাকস এবং জ্যাকব বেথেলকে প্রত্যাশার চেয়ে বেশি বোলিং করতে হতে পারে।