ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক © সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। ঘরোয়া এই টুর্নামেন্টের ঢাকা পর্বে তার আসার কথা থাকলেও শেষমেশ বিপিএলে তাকে দেখা যাবে না। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চলমান বিপিএলে বড় আকর্ষণ ছিলেন দুই বিদেশি নারী উপস্থাপক পাকিস্তানের জয়নাব আব্বাস ও ভারতের রিধিমা পাঠক। সিলেট পর্বের শুরু থেকেই জয়নাবকে উপস্থাপনায় দেখা গেছে, তবে সিলেটে কিছু ম্যাচ বাকি থাকতেই ব্যক্তিগত কারণে বিপিএল ছেড়ে দেশে ফেরেন তিনি। অন্যদিকে ঢাকা পর্বে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না তিনি। মূলত ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়নে শেষ পর্যন্ত বিপিএল মাতানো হচ্ছে না রিধিমার।
এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। উগ্রবাদী চাপের মুখে মুস্তাফিজকে আইপিএল খেলতে অনুমতি দেয়নি বিসিসিআই বলে অভিযোগ উঠেছে, ফলে কলকাতা নাইট রাইডার্সও তাকে দল থেকে ছেড়ে দেয়।
তবে ভারতের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিসিবি আইসিসিকে স্পষ্ট করেই জানিয়ে দেয়, এমন পরিস্থিতিতে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল এবং টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানায় বিসিবি। তবে আইসিসি আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ করায় বিষয়টি এখন আরও জটিল হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে আইসিসি বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং আজই অনলাইনে একটি সভার মাধ্যমে এ বিষয়ে আলোচনার কথা রয়েছে।