রংপুর রাইডার্সের দুই খেলোয়াড় © সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদের ধারাবাহিক পারফরম্যান্সে টানা তৃতীয় জয় পেল রংপুর রাইডার্স। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যখন চাপ বাড়ছিল, তখন খুশদিল শাহকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন রিয়াদ। শেষ পর্যন্ত ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে ৫ উইকেটের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রংপুর। ৪ জয়ে তাদের পয়েন্ট ৮, অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চট্টগ্রাম।
রান তাড়ায় শুরুতে ব্যর্থ হন ওপেনার লিটন দাস। পরে ৬১ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান কাইল মেয়ার্স ও ডেভিড মালান। মেয়ার্স ২৫ বলে ঝোড়ো ৫০ রান এবং ৩০ বলে ৩০ রান করেন মালান।
পরে তাওহীদ হৃদয় ১৭ রানে দ্রুত ফিরলেও শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের সহায়তায় ম্যাচ শেষ করেন রিয়াদ।
এর আগে, ১৬৯ রান সংগ্রহ করেছিল চট্টগ্রাম। রসিংটন ৫৮ ও হাসান নাওয়াজ ৪৬ রান করেন।
রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ দুটি করে উইকেট নেন এবং আর চট্টগ্রামের পক্ষে ৩ উইকেট নেন শরিফুল।