পারভেজ হোসেন ইমন © সংগৃহীত
বিপিএলের চলতি আসরের শুরু থেকেই সিলেট টাইটান্সের হয়ে চার নম্বরে ব্যাট করেই সফল ছিলেন পারভেজ হোসেন ইমন। পাঁচ ম্যাচে ২০১ রান করা এই বাঁহাতি ব্যাটারকে সোমবার(৫ জানুয়ারি) ওপেনিংয়ে নামানো হলে ব্যর্থ হন তিনি; ৫ বলে ১ রান করে আউট হন।
তবে ইমনকে ওপেনিংয়ে নামানোর সিদ্ধান্ত দলীয় পরিকল্পনার অংশই বলে জানিয়েছেন প্রধান কোচ সোহেল ইসলাম, এতে বিসিবির কোনো নির্দেশনা ছিল না।
নোয়াখালী এক্সপ্রেসকে গুঁড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে সোহেল বলেন, ‘আমি যখন চারে ব্যাটিং করিয়েছি, তখনও আসলে ওই তথ্য আমাকে দেয়া হয় নাই। বা এখন ও ওপেনিংয়ে নামছে, তখন মনে হয়েছিল যে আমার কাছে ইমনকে চারে খেলানোর কারণ আপনারা জানেন যে মঈন আলী এসেছে।’
তিনি যোগ করেন, ‘মিডল-অর্ডারে আমার এখন যে বিদেশি প্লেয়াররা আছে তারা অনেক ভালো। কারণ, ওমরজাই আছে নিচে, ইথান ব্রুকস আছে। আমার কাছে মনে হয়েছে যে ইমনকে ইমনের জায়গায় এখন আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের কাছে ভালো হবে।’
ইমনের প্রশংসাও করে সিলেটের এই কোচ বলেন, ‘আসলে আমার কাছে মনে হয় যে আমরা ভাগ্যবান যে ইমন এমন একজন ব্যাটসম্যান যে সাধারণত ওপেনাররা যা করে, পাওয়ার প্লে-তে পাওয়ার প্লে-টা ব্যবহার করে, সার্কেলটা ব্যবহার করে। এরপর যখন খেলাটা বড় হয়ে যায় এবং ফিল্ডিং উন্মুক্ত হয়ে যায়, তখন দেখা যায় যে ওই ধরনের ব্যাটিং করলে অনেকে সফল হন না।’
তিনি আরও বলেন, ‘ওই সময় স্ট্রাইক রোটেট করতে হয়, খেলায় হিসেবি ঝুঁকি নিতে হয়। খেলাটার ধরনটাই আসলে আলাদা হয়ে যায়। ইমন এবার প্রমাণ করেছে যে সে পাওয়ার প্লে-তেও খেলতে পারে এবং পাওয়ার প্লে-র পরেও খেলাটা ডিপে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বা যে স্ট্রাইক রেটে খেলা উচিত, তার সেই সামর্থ্য আমরা এবার দেখতে পেয়েছি।’