৪ বলে ৩ উইকেট মোস্তাফিজের, অন্যরকম হ্যাটট্রিকও 

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ PM
মোস্তাফিজুর রহমানের উচ্ছ্বাস

মোস্তাফিজুর রহমানের উচ্ছ্বাস © সংগৃহীত

প্রথম ওভারে ছন্দ খুঁজে না পেলেও নিজের দ্বিতীয় ওভারেই তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফেরেন মোস্তাফিজুর রহমান। টাইগার এই পেসারের কোটার শেষ ওভারে রান-আউট হন গালফ জায়ান্টসের তিন ব্যাটার। অসাধারণ বোলিংয়ে ৩ দশমিক ৫ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ‘দ্য ফিজ’।

মোস্তাফিজের এমন পারফরম্যান্সের দিনে দুবাই ক্যাপিটালসের জয়ের বাকি কাজটা ব্যাট হাতে শেষ করেন শায়ান জাহাঙ্গীর, রভম্যান পাওয়েল ও মোহাম্মদ নবি। তাদের কার্যকর ইনিংসেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে দুবাই। বিপরীতে টানা চতুর্থ ম্যাচে পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে গালফ জায়ান্টস।

ইনিংসের দ্বিতীয় ওভারে চার ও ছক্কা হজম করে ১৩ রান হজম করেছিলেন টাইগার এই পেসার। তবে চতুর্দশ ওভারেই রীতিমত চমক দেখান ‘দ্য ফিজ’। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এই ওভারে ৪ বলের ব্যবধানে জেমস ভিন্স, আজমাতউল্লাহ ওমারজাই ও শন ডিকসনের উইকেট তুলে নেন। তবে হ্যাটট্রিক ডেলিভারি ঠেকিয়ে কাটার মাস্টারকে আশাহত করেন মার্ক অ্যাডায়ার। এই ওভারে ৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন এই পেসার।

এরপর ১৮তম ওভারে দুই বাউন্ডারি হজম করে ১১ রান দেন মোস্তাফিজ। অবশ্য, নিজের ও ইনিংসের শেষ ওভারের প্রথম বলেও আরেকটি উইকেট পেতে পারতেন। কিন্তু এক্সট্রা কাভারে আফজাল খানের তোলা সেই ক্যাচ ফেলে দেন নবি। 

এরপর টানা তিন বলে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আয়ান খান, হায়দার রাজ্জাক এবং অ্যাডায়ার। এর মধ্যে দ্বিতীয় রানের চেষ্টায় আউট হন দুজন। আর ওভারে আসে মাত্র ৪ রান। 

এ নিয়ে এই টুর্নামেন্টে নিজের অভিষেক মৌসুমে ৭ ম্যাচে মোস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়াল ১৪টি, ওভারপ্রতি রান ৮ দশমিক ২৯। ১৫ উইকেট নিয়ে তার সতীর্থ ওয়াকার সালামখিল সবার ওপরে আছেন।

পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিস…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক গুরুতর আহত
  • ১৫ জানুয়ারি ২০২৬
১১ দলীয় জোট ভেঙে হচ্ছে ১০ দলের জোট?
  • ১৫ জানুয়ারি ২০২৬
র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৫ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার ফেসবুক পোস্ট ভাইরাল, যা লিখলেন
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9