বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ PM
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে একে একে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে দল ঘোষণা করে পাকিস্তান; এবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড।
ওটাগোর ওপেনার টম জোন্সের নেতৃত্বে বিশ্বকাপে অংশ নেবে কিউই যুবারা। জোন্সসহ ঘোষিত এই দলে গত আসরের বিশ্বকাপে খেলা তিনজন ক্রিকেটার রয়েছেন। ওয়েলিংটনে গত নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করে আলোচনায় আসেন জোন্স।
দলে আরও আছেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ব্যাটার স্নেহিথ রেড্ডি, উইকেটকিপার আরিয়ান মামন, ফাস্ট বোলার ম্যাসন ক্লার্ক এবং বোলিং অলরাউন্ডার জাসকারান সান্ধু। এ ছাড়া সদ্য শেষ হওয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদে উগো বোগে, ব্র্যান্ডন মাতজোপৌলোস, মার্কো আলপে ও জ্যাকব কটার স্কোয়াডে জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক আন্তর্জাতিক ব্যাটার অ্যান্টন ডেভচিচ।
‘বি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। একই গ্রুপে নিউজিল্যান্ডের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও বাংলাদেশ।
উল্লেখ্য, যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। আগের আসরে সুপার সিক্সে বাদপড়া বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম জোন্স (অধিনায়ক), মার্কো আলপে, উগো বোগে, হ্যারি বার্নস, ম্যাসন ক্লার্ক, জ্যাকব কটার, আরিয়ান মান, ব্র্যান্ডন মাতজোপৌলোস, ফ্লিন মরি, স্নেহিত রেড্ডি, ক্যালাম স্যামসন, জাসকারান সান্ধু, সেলভিন সঞ্জয়, হান্টার শোরে ও হ্যারি ওয়েট।