যার হাত ধরে বিশ্বকাপে চান্স পেল দলটি, তাকেই বাদ দিল বোর্ড

১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ AM
ইতালি ক্রিকেট দল

ইতালি ক্রিকেট দল © সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইউরোপের দেশ ইতালি। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তারা। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে যার অধিনায়কত্বে বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করল দেশটি সেই জো বার্নসকে দলে বিবেচনা করছে না ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন। 

ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন গতকাল নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্নসের জায়গায় অধিনায়কত্ব করবেন ওয়েন ম্যাডসেন। ২৬ বছর বয়সী বার্নস ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেই থাকবেন না। ম্যাডসেন গত মাসেই ইতালির অধিনায়ক হন।

ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘ম্যাডসেনের আন্তর্জাতিক ও ঘরোয়া অভিজ্ঞতা কাজে লাগবে। ইতালির হয়ে তিনি এরই মধ্যে টি-টোয়েন্টি খেলেছেন। দলের নেতৃত্বস্থানীয় অংশের মধ্যে তিনি কেন্দ্রীয় চরিত্র। ফেডারেশন আরও নিশ্চিত করছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি দলে জো বার্নসকে বিবেচনা করা হবে না।’

ক্রিকেট বোর্ড আরও জানায়, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোয় বার্নসের পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পূর্ণাঙ্গ চুক্তি কখনো সম্পন্ন হয়নি এবং তার ফলে আনুষ্ঠানিক চুক্তিও হয়নি। অভ্যন্তরীণ, প্রযুক্তিগত এবং সাংগঠনিক মূল্যায়নের পর ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।’

বার্নস ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ইউরোপের উপ-আঞ্চলিক ও আঞ্চলিক বাছাইপর্ব খেলেন। ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ইতালি। ‘সি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ—ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।

বার্নস  একজন অস্ট্রেলিয়ান। ২৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন ২০২০ সালে। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁর ভাই ডমিনিক মারা যান। সে বছরের ২৮ মে বার্নস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ডমিনিকের পরা ৮৫ নম্বর জার্সির একটি ছবি পোস্ট করে লেখেন, ভাইয়ের স্মরণে তিনি তাঁদের শিকড় ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ৯ জুন লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে ইতালির হয়ে অভিষেক হয় বার্নসের।

বার্নসের জন্ম অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তবে পূর্বপুরুষের বাড়ি ইতালি। অস্ট্রেলিয়াতেই তাঁর বেড়ে ওঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের সঙ্গে মিলে অক্ষশক্তির হয়ে যুদ্ধ করেছিল ইতালি। বেনিতো মুসোলিনির সরকার যুদ্ধে লোক পাঠিয়েছিল উত্তর আফ্রিকা, বলকান ও গ্রিসে। ওই যুদ্ধে বার্নসের দাদা উত্তর আফ্রিকায় বন্দী হন। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হলে পরাজিত শক্তির অনেকেই তখন জীবনযুদ্ধে স্বদেশ ছাড়েন। বার্নসের পূর্বপুরুষ তখন থিতু হয় অস্ট্রেলিয়ায়।

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগের দুই নেতার পদত্যাগের…
  • ১০ জানুয়ারি ২০২৬
মাসিক ভাতাসহ বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউরোপ, …
  • ১০ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় মোটরসাইকেল চুরির সময় যু্বক আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ১০ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি-১’ ইউনিটের চূড়ান্ত ফল প্রক…
  • ১০ জানুয়ারি ২০২৬
৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না: তারেক রহমান
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9