ওয়ানডেতে কেন ভালো করছে না বাংলাদেশ, জানালেন সালাউদ্দিন
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
একটা সময়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ধারাবাহিকতার প্রশংসা হতো। অন্যদিকে টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে বাজে পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়তো লাল-সবুজেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা দেখালেও বিপরীত চিত্র ওয়ানডেতে। তবে এই ফরম্যাটে ভালো করতে না পারার পেছনে কম ম্যাচ খেলাকেই দায়ী করছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ বছর ওয়ানডেতে ১১ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় ও ৮টিতে হেরেছে বাংলাদেশ।
এ ব্যাপারে সালাউদ্দিনের ভাষ্য, ‘আমাদের টেস্ট দলে বরাবরই একটু এক্সপেরিয়েন্স ব্যাটার আছে এবং এটাও একটা ভালো অবস্থায় আছে। আমি মনে করি যে এটাতেও আমরা দিনকে দিন উন্নতি করছি, কমবেশি রেজাল্ট আসছে। তবে ওয়ানডেটা আমরা অনেক দিন পর পর সিরিজ খেলছি, ওইটার রেজাল্ট আসছে না। সেই সঙ্গে আমি যদি বলি যে আমাদের চারজন-পাঁচজন যারা ছিল, তারা অনেকদিন ওয়ানডে ক্রিকেট খেলেছে। আর ওই জায়গাটা আমাদের আসলে ফিলাপ করতে হলে একটু সময় দিতে হবে।’
সালাউদ্দিন আরও বলেন, ‘এই জায়গায়টা যখন ছেলেদের একটু এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন মনে হয় যে আমরা ওয়ানডেতেও ভালো খেলবো। সামনের বছর আমাদের অনেক ওয়ানডে সিরিজ আছে। সেখান থেকে আমরা খুব দ্রুত হয়তো এই জায়গাগুলো মেকাপ করতে পারবো।’