সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি!

০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৯ PM
মোহাম্মদ সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন © সংগৃহীত

সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কানাঘুষা, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব ছাড়ছেন। দুপুর গড়াতেই সেই গুঞ্জনে খানিক বাস্তবতার ছোঁয়া মেলে, যখন সালাউদ্দিন নিজেই বিসিবি ভবনে উপস্থিত হন।

ধারণা করা হচ্ছিল, বোর্ডের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। তবে শেষপর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি জমা না দিয়েই বাসায় ফেরেন তিনি। মূলত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আইসিসির সভায় অংশ নিতে বিদেশে থাকায় সরাসরি পদত্যাগপত্র জমা দেওয়া সম্ভব হয়নি তার।

পরে বাসায় ফিরে ই-মেইলের মাধ্যমে তাদের বরাবর নিজের পদত্যাগপত্র পাঠান সালাউদ্দিন। জানা গেছে, ইতোমধ্যেই তার পদত্যাগ গ্রহণ করেছে বিসিবি কর্তৃপক্ষ।

গত বছরের ৫ নভেম্বর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন। দীর্ঘদিন ধরে দেশের অন্যতম অভিজ্ঞ ও সফল স্থানীয় কোচ হিসেবে কাজ করে আসছেন এবং জাতীয় দলের অনেক শীর্ষ ক্রিকেটারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

মূলত আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়াকেই সালাউদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছিল। গুঞ্জন ছিল, আশরাফুল আসায় সালাউদ্দিনের ভূমিকা কমছে।

এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানায়, নিজের বর্তমান ভূমিকায় সন্তুষ্ট না হওয়ায় বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সালাউদ্দিন। যদিও তার সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু এক বছরের মাথায় তিনিই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে লাল-সবুজেরা। এরপর ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। অবশ্য, এর আগে ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশরা। এছাড়া দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি চট্টগ্রামে অনুষ্ঠিত হব। ম্যাচগুলো ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর গড়াবে। 

বিএনপির ব্যানার খুলে জামায়াতকে যে বার্তা দিলেন রাকসু জিএস
  • ১৮ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা বাঘিনীদের
  • ১৮ জানুয়ারি ২০২৬
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিখোঁজের পাঁচ দিন পর পানিতে মিলল স্কুলছাত্রীর লাশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ফাইল নিয়ে গেছেন সাবেক …
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9