সাকিবের ছায়া আজও পড়ে ড্রেসিংরুমে—সালাউদ্দিনের খোলামেলা স্বীকারোক্তি

মোহাম্মদ সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন   © সংগৃহীত

বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। গেল বছর ভারত সিরিজের মাঝে দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণাও দেন। তবে ওয়ানডে ফরম্যাটে খেলার ইচ্ছে থাকলেও সুযোগ মিলছে না। এতে অনেকেই ধরে নিচ্ছেন, লাল-সবুজের জার্সিতে এই অলরাউন্ডারকে হয়তো আর দেখা যাবে না।

অবশ্য দেশের মাটিতে খেলেই টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে রাজনৈতিক পট-পরিবর্তনে দেশে আসা হয়ে উঠেনি তার। যদিও সাকিবকে জাতীয় দলে ফেরাতে ফের কাজ করছে বিসিবি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এর মধ্যেই সাকিব প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

মঙ্গলবার (১৫ জুলাই) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ এই কোচ। সেখানে সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমাদের লাক্সারি করার সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটার শর্টেজ, অনেক সময় বোলার শর্টেজ। সাকিব থাকাকালে লাক্সারির সুযোগ ছিল, একটা এক্সট্রা ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।’

টাইগার এই কোচের মতে, তার মত একজন অলরাউন্ডার থাকলে একসঙ্গে ব্যাটিং ও বোলিংয়ে সমর্থন পাওয়া যায়। সাকিবের ছায়া আজও ড্রেসিংরুমে পড়েছে। ফলে, একাদশে ভারসাম্য রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে। 

সালাউদ্দিনের ভাষায়, ‘দলের শক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই টিম সেট-আপ করি। আমরা জানি নাসুমকে খেলালে বেনিফিট হতে পারে, কিন্তু তখন হয়ত রিশাদকে বসাতে হবে বা অন্য কাউকে। সবদিকে ব্যালেন্স করে দল করতে হয়। যেহেতু ব্যাটিংয়েও তাকাতে হয়, ব্যাটার কতজন আছে, কে ফর্মে বা অফ ফর্মে আছে। এ কারণে বলব যেটাই চেষ্টা করি, সবাই মিলেই করি। চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।’ 


সর্বশেষ সংবাদ