সালাউদ্দিনের পদত্যাগে যে ব্যাখ্যা বিসিবির
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ডের সঙ্গে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তির পর এই পদ থেকে অব্যাহতি নেবেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ নিয়ে বিসিবি’র ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, “তিনি (সালাহ উদ্দিন) আয়ারল্যান্ডের সিরিজ শেষ হওয়ার পর পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করব এবং পরবর্তী মন্তব্য শীঘ্রই জানানো হবে।”
এর আগে, এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানায়, নিজের বর্তমান ভূমিকায় সন্তুষ্ট না হওয়ায় বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সালাউদ্দিন। যদিও তার সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু এক বছরের মাথায় তিনিই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০–১১ মৌসুমে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৪ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেন। তার অধীনে সিঙ্গাপুরের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক স্বীকৃত লেভেল-৩ কোচিং সনদধারী সালাউদ্দিনকে বাংলাদেশের অন্যতম সফল দেশীয় কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে চ্যাম্পিয়ন করেছেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে লাল-সবুজেরা। এরপর ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। অবশ্য, এর আগে ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশরা। এছাড়া দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি চট্টগ্রামে অনুষ্ঠিত হব। ম্যাচগুলো ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর গড়াবে।