এক ম্যাচে ৫ ক্যাচ, বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ PM
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ অসাধারণ ফিল্ডিং নৈপুণ্য দেখালেন তানজিদ হাসান তামিম। ম্যাচে তিনি মোট ৫টি ক্যাচ নিয়েছেন, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এই কৃতিত্ব অর্জন করা তিনি প্রথম খেলোয়াড়।
গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করে তানজিদ গড়ে তুলেছেন এই বিরল কীর্তি। টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক ম্যাচে পাঁচটি ক্যাচের নজির তিনিই প্রথম।
আরও পড়ুন: সিরিজ জিততে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
সব মিলিয়ে, টি-টোয়েন্টিতে আউটফিল্ডে পাঁচ ক্যাচ নেওয়া এটি মাত্র তৃতীয় ঘটনা। এর আগে মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক এই রেকর্ডের মালিক ছিলেন।