৩৫ বলের সেঞ্চুরিয়ান হাবিবুরকে দলে পেতে লড়াই, শেষ পর্যন্ত নোয়াখালীর জয়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৪২ PM
রাইজিং স্টারস এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন বাংলাদেশের তরুণ ওপেনার হাবিবুর রহমান। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন। বিপিএল নিলামে বড় চমক দেখালেন এই ওপেনার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামে ‘ডি’ ক্যাটাগরিতে থাকা হাবিবুরের ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। কিন্তু প্রত্যাশার চেয়েও বেশি চাহিদা সৃষ্টি হয় এই তরুণ ব্যাটারের প্রতি। বেশ কয়েক দফা বিডিংয়ের পর নোয়াখালী এক্সপ্রেস তাকে দলে ভেড়ায় ৫০ লাখ টাকা খরচ করে। ডি ক্যাটাগরির জন্য এক বিরল ঘটনা।
হাবিবুরের বিদ্যুৎগতির ব্যাটিং, আক্রমণাত্মক স্ট্রোকপ্লে এবং পাওয়ারপ্লেতে ম্যাচের ধারা বদলে দেওয়ার ক্ষমতাই দলগুলোর নজর কেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জাতীয় দলের ভবিষ্যৎ ওপেনার হিসেবে তাকে ইতিমধ্যেই বিবেচনা করা হচ্ছে। বিপিএলে তার পারফরম্যান্স যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এটা নিশ্চিত।
নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেওয়ার ফলে দলের ওপেনিং জুটিতে নতুন এক বিস্ফোরক মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। তরুণদের ওপর আস্থা রাখায় দলটি এবার আরও আক্রমণাত্মক কৌশল অবলম্বনের ইঙ্গিত দিয়েছে।