বিপিএল নিলামে ‘সি’ ক্যাটাগরি পর্যন্ত কে কোন দলে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:১১ PM
এক যুগ পর আবারও জমে উঠেছে বিপিএলের নিলাম। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই নিলামকে ঘিরে উৎসাহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। কোন তারকা কোন দলে যাচ্ছেন, কাকে কত দামে দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো; এসব নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই।
এখন পর্যন্ত বিপিএল নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পেয়েছেন তাওহীদ হৃদয়, যাকে ৯২ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স।
ঢাকা ক্যাপিটালস: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ)।
ডিরেক্ট সাইনিং (দেশি) : সাইফ হাসান ও তাসকিন আহমেদ।
ডিরেক্ট সাইনিং (বিদেশি): উসমান খান ও অ্যালেক্স হেলস।
রংপুর রাইডার্স: লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান জুনিয়র (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ)।
ডিরেক্ট সাইনিং (দেশি) : নুরুল হাসান সোহান
ডিরেক্ট সাইনিং (দেশি) : নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : খাওজা নাফে ও সুফিয়ান মুকিম।
রাজশাহী ওয়ারিয়র্স: তানজিম হাসান সাকিব (৬৫ লাখ), ইয়াসির আলী চৌধুরী (৪৪ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ)।
ডিরেক্ট সাইনিং (দেশি) : নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। ডিরেক্ট সাইনিং (বিদেশি) : শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজ।
সিলেট টাইটান্স : পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ)।
ডিরেক্ট সাইনিং (দেশি) : মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।
চট্টগ্রাম রয়্যালস: মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ)।
ডিরেক্ট সাইনিং (দেশি) : শেখ মেহেদী ও তানভীর ইসলাম।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : আবরার আহমেদ
নোয়াখালী এক্সপ্রেস: মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), জাকের আলী অনিক (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ)।
ডিরেক্ট সাইনিং (দেশি) : সৌম্য সরকার ও হাসান মাহমুদ।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : জনসন চার্লস ও কুশল মেন্ডিস।
উল্লেখ্য, বিপিএলের দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এবার সূচিতে কিছু পরিবর্তন এনেছে বিসিবি। সাধারণত ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু হলেও এবার ব্যতিক্রম, উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। সেখান থেকে টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে, এরপর শেষ ধাপের জন্য ফিরে আসবে ঢাকায়।