চট্টগ্রাম রয়্যালসের বড় চমক পাকিস্তানের তারকা স্পিনার

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ  © সংগৃহীত

নতুন মালিকানা নিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন রূপে হাজির হচ্ছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। ‘চট্টগ্রাম রয়্যালস’ নামে মাঠে নামতে যাওয়া এই দলটি ইতোমধ্যেই খেলোয়াড় টানার কাজ শুরু করেছে জোরেশোরে। বিদেশি কোটায় পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে দলে ভেড়াল তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পেজে আবরারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ হলেও বিপিএলে এখন পর্যন্ত মাত্র এক মৌসুমই খেলেছেন আবরার। ২০২৩ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বল হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। 

অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তার অভিজ্ঞতা খুব বেশি নয়, পিএসএল ও বিপিএলের পাশাপাশি শুধু মেজর লিগ ক্রিকেটেই খেলেছেন। তবে, জাতীয় দলের জার্সিতে অভিজ্ঞতা দিন দিন সমৃদ্ধ হচ্ছে তার। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট, ১৪ ওয়ানডে এবং ২৭ টি–টোয়েন্টি খেলেছেন এই লেগ স্পিনার।

এদিকে বিদেশিদের সঙ্গে দেশি খেলোয়াড়দেরও দলে ভেড়াতে শুরু করেছে চট্টগ্রাম। এর আগে সরাসরি চুক্তিতে জাতীয় দলের স্পিনার শেখ মেহেদী হাসানকে নেয় তারা। আগের আসরগুলোতে বিভিন্ন দলে খেলা মেহেদী এবার একদম নতুন পরিচয়ের এই ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন।

আরও পড়ুন: এক ম্যাচে ১০ বদলি খেলোয়ার নামিয়ে যে ব্যাখ্যা দিলেন গার্দিওলা

এদিকে তিন দফা সময় পরিবর্তনের পর আগামী ৩০ নভেম্বর বসতে যাচ্ছে বিপিএল নিলাম। তবে এর আগ মুহূর্তেও বিপিএল ঘিরে চলছে নতুন সব পরিবর্তন। যেখানে শুরুতে পাঁচ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছে আরও একটি দল। অন্যদিকে নিলাম পিছিয়ে যাওয়ায় বিপিএলের মূল আসর কবে শুরু হতে যাচ্ছে, তা নিয়ে হোম অব ক্রিকেটে নানান ধোঁয়াশা। অবশ্য, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু আর ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে ফাইনাল।

এছাড়া প্রতিবারই ঢাকা থেকে শুরু হয় বিপিএলের আনুষ্ঠানিকতা। তবে এবার ভিন্ন কিছু ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এক্ষেত্রে এবার চট্টগ্রাম কিংবা সিলেটে বিপিএলের প্রথম পর্ব আয়োজনের কথা ভাবছে বিসিবি। এই পরিকল্পনায় এগিয়ে সিলেট। ফলে, প্রথমবারের মতো একটি কুঁড়ি দুটি পাতার রাজ্যে উদ্বোধন হতে পারে বিপিএলের। বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছে।

অন্যদিকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকানাতেও রদবদল এসেছে। এবারের আসরে রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেওয়া হয়েছে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্স, ক্রিকেট উইথ সামি সিলেট টাইটান্স, চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ক্যাপিটালস এবং দেশ ট্র্যাভেলস নবাগত নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে।


সর্বশেষ সংবাদ