মুশফিকের শততম টেস্টে খেলতে চেয়েছিলেন সাকিব

মুশফিকুর রহিমের সঙ্গে সাকিব আল হাসান
মুশফিকুর রহিমের সঙ্গে সাকিব আল হাসান  © ফাইল ছবি

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করায় মুশফিকুর রহিমকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। মুশফিকের আন্তর্জাতিক অঙ্গনে পদচারণার শুরুর দিন থেকেই প্রেরণা পাওয়া সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা তুলে ধরেন।

সাকিব জানান, লর্ডসে মুশির অভিষেকের সময় বিকেএসপির বিনোদন কক্ষে ছিলেন তিনি। সেদিন পুরো ম্যাচের প্রতিটি বল দেখেছিলেন। সেখান থেকেই শুরু।

ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘আমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, আমি বিকেএসপির বিনোদন কক্ষ থেকে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশসহ বিশ্বের অগণিত ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।’

সাকিব এ-ও উল্লেখ করেন, বয়সভিত্তিক ক্রিকেটে মুশফিকের নেতৃত্ব থেকে নিজের নেতা খুঁজে পেয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আপনি অনেক দিন ধরে খেলছেন এবং দলকে আপনার সেরাটা দিয়েছেন। যখন আপনি বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিয়েছেন, তখন থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি, আর এখনো এবং যত দিন আমি ক্রিকেট খেলব আপনিই থাকবেন আমার অধিনায়ক।’

মুশফিকের শততম টেস্ট উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সাকিবের আবেগ আরও গভীর হয়ে ওঠে। সাবেক এই অধিনায়ক বললেন, ‘মুশফিক ভাই, এই শুভক্ষণে আমি আপনাকে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই। এটি যেকোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আমি যেমন আপনার প্রথম ম্যাচে প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আমি আপনার ১০০তম টেস্ট ম্যাচেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি, আপনি এই ম্যাচ উপভোগ করবেন।’

আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শেষ আজ, ফি রশিদ নিয়ে নতুন নির্দেশনা

মুশফিকের মাইলফলক ছোঁয়ার ম্যাচের আগে নিজের এক অপূর্ণ ইচ্ছার কথাও জানান সাকিব। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার যোগ করেন, ‘যদি এমন হতো, আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠে আপনার গৌরবের দিনটাকে উদ্‌যাপন করতে পারতাম!’

এদিকে মুশফিকের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে বিসিবির বিশেষ আয়োজনে ম্যাচ শুরুর আগে তাকে সম্মাননায় ভরিয়ে দেন সাবেক ও বর্তমান ক্রিকেট ব্যক্তিত্বরা। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মুশির হাতে তুলে দেন বিশেষ স্মারক টেস্ট ক্যাপ, অভিষেক টেস্টেও মুশফিককে প্রথম ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তিনি।

আরেক সাবেক অধিনায়ক আকরাম খানও মুশফিককে বিশেষ উপহার প্রদান করেন। এ ছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন যৌথভাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি মুশফিককে তার প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা জার্সি উপহার দেন নাজমুল ও হাবিবুল।


সর্বশেষ সংবাদ