বাংলাদেশ ক্রিকেট দল © সৌজন্যে প্রাপ্ত
দলীয় দুই অঙ্ক পেরোনোর পরই ফেরেন অ্যালিক অ্যাথানেজ। এরপর তিন বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি অগাস্তে। দুটি উইকেটই নেন নাসুম। ডাক মেরে এ ব্যাটার ফেরার পর ফিরতি ওভারে এসে ব্যান্ডন কিংকে ফেরান নাসুম। আর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক শাই হোপ।
এতে দলীয় ৫০ রানের আগেই টপ-অর্ডারের ৪ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৬১ রান।
বড় লক্ষ্য তাড়ায় সাবধানী শুরুই করেছিল সফরকারীরা। তবে পঞ্চম ওভারে অ্যালিক অ্যাথানেজকে এলবিডব্লু করে প্রথম সাফল্য এনে দেন নাসুম। এরপর সপ্তম ওভারে রিভিউ নিয়ে ফের আকিম অগাস্তকে এলবিডব্লু করম। বাঁহাতি এ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে ২৮ রানে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
টানা তৃতীয় ওভারেও সাফল্য নাসুমের। নবম ওভারের দ্বিতীয় বলে ব্রেন্ডন কিংকে বোল্ড করে দলকে তৃতীয় উইকেট এনে দেন তিনি। উইকেট শিকারে নাসুমের সঙ্গে যোগ দেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর। ১৪তম ওভারের প্রথম বলেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপকে ফেরান তিনি। স্লগ সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে শান্তর হাতে ধরা পড়েন ১৬ বলে ৪ রান করা হোপ।