জোড়া উইকেট শিকারের পর এবার দুর্দান্ত ক্যাচ রিশাদের
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৮ PM
ক্রমেই ব্যাটে জমে উঠতে শুরু করেছিলেন আকিম অগাস্তে। আত্মবিশ্বাসের সঙ্গেই সুইপ করেছিলেন, কিন্তু সেই শটই হলো তার পতনের কারণ। তানভির ইসলামের বলে স্কয়ার লেগে তুলে মেরেছিলেন, সেখানে ফিল্ডিং করা রিশাদ নিখুঁতভাবে দুর্দান্ত এক ক্যাচ নেন। এতে দলীয় ৯৮ রানে ২৯ বলে ১৭ রানে ফিরলেন এ ব্যাটার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৯৪ রান।
এর আগে, ইনিংসের তৃতীয় বলেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ, এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্রেন্ডন কিং। নাসুমের অফস্টাম্পের ফুল লেংথ ডেলিভারিটি ব্যাটে ছোঁয়াতে পারেননি কিং। বল সোজা গিয়েই আঘাত হানে প্যাডে। আম্পায়ারও সাড়া দেন। রিভিউ নিয়েও লাভ হয়নি।
এরপর হাল ধরেছিলেন ক্যাসি কার্টি ও আলিক অ্যাথানেজ। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে কিছুটা স্বস্তি ফেরাচ্ছিলেন ক্যারিবিয়ান শিবিরে। কিন্তু সেই আশায় জল ঢালেন রিশাদ।
বোলিংয়ে এসেই বাজিমাত। ম্যাচে নিজের করা দ্বিতীয় বলেই এলবিডব্লিউ করে ফেরান অ্যাথানেজকে। ব্যাটে ছোঁয়া লাগার আগেই প্যাডে আঘাত হানে বল। অ্যাথানেজ অবশ্য রিভিউ নিয়েছিলেন, কিন্তু সেখানেও সাফল্য মেলেনি।
একপ্রান্ত আগলে রেখে লড়ছিলেন কার্টি। রানের চাকা সচল রাখতে গিয়ে এবার চেষ্টা করেছিলেন রিভার্স সুইপের। তবে সেটা আর কাজে আসেনি, বল ঘুরে এসে আঘাত হানে প্যাডে, আর আম্পায়ারের তর্জনী উঠে যায় নিঃসংকোচে। এতে ৩৫ রান করে থামেন কার্টি।