ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ স্পিনার

৪ স্পিনারসহ বাংলাদেশ ক্রিকেট টিম
৪ স্পিনারসহ বাংলাদেশ ক্রিকেট টিম  © টিডিসি

সিরিজের প্রথম ওয়ানডেতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মিরপুরের ধীর ও টার্নিং উইকেট, যা অনেকেই ‘কালো উইকেট’ নামে অভিহিত করছেন। দ্বিতীয় ওয়ানডেতেও স্পিন নির্ভর কৌশলেই মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল।

সিরিজের প্রথম ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলে সফলতা পেয়েছিল টাইগাররা। পেস আক্রমণে ছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, চাপ জিইয়ে রাখতে স্পিনারদের সহায়তা করেছিলেন তারা।

অবশ্য, দ্বিতীয় ওয়ানডেতে নেই তাসকিন। শঙ্কা সত্যিই করে চার স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। 

আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হোম অব ক্রিকেটে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ। এছাড়া রিশাদ হোসেনের সঙ্গে তানভীর ইসলাম থাকছেন। ওপেনিংয়ে ফর্মে থাকা সাইফের সঙ্গে সৌম্য জুটি বাঁধছেন।

অন্যদিকে একাদশে দুটি  পরিবর্তন এনেছে সফরকারীরা। জেডন সিলস ও রোমারিও শেফার্ডের বদলে আকিল হোসেন ও আকিম অগুস্তে খেলছেন।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় টাইগাররা ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে। আজকের ম্যাচেও জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে তারা।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।


সর্বশেষ সংবাদ