ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

মেহেদী হাসান মিরাজ ও  হাশমতউল্লাহ শাহিদি
মেহেদী হাসান মিরাজ ও হাশমতউল্লাহ শাহিদি  © সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে এসে বদলে গেছে চিত্র। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেহেদি হাসান মিরাজের দলের। এমন সমীকরণে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অন্যদিকে প্রথম ম্যাচের একাদশে কোন পরিবর্তন করেনি আফগানিস্তান।  

পরিসংখ্যানের দিক দিয়ে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৯ ম্যাচে জয় পেয়েছে আফগানরা। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!