সিরিজে টিকে থাকতে আজ মাঠে নামছে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:১৪ AM
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় আফগানিস্তান। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের ব্যাটিং ব্যর্থতা। সিরিজের প্রথম ম্যাচেও ছিল ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ ছিল জুটি গড়তে না পারা। পুরো ইনিংসে কেবল একটি বড় জুটি গড়তে পেরেছে বাংলাদেশ—তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মধ্যে তৃতীয় উইকেটে ১৪১ বলে ১০১ রানের জুটি। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ জুটি ছিল মাত্র ২৮ রানের, যা হৃদয় ও সাইফ হাসানের মধ্যে হয় ৪০ বলে। এই দুর্বল পারফরম্যান্সই দলের জন্য পর্যাপ্ত রান এনে দিতে ব্যর্থ হয়।
প্রথম ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেন, বাংলাদেশ মূলত হেরেছে শেষ দিকে জুটি গড়তে না পারার কারণেই। তার ভাষায়, ‘শেষদিকে আমরা জুটি পাইনি। সেখানেই সমস্যাটা হয়েছে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল।’ তিনি আরও বলেন, ‘যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো। আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাঁদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’
আজকে জিততে হলে গত ম্যাচের ভুলত্রুটি শুধরে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে টিম বাংলাদেশের।