আফগানিস্তানের বিপক্ষে একাদশে থাকছেন যারা

০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ AM
জাকের- রশিদ

জাকের- রশিদ © সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

দ্বিপাক্ষিক এই সিরিজের আগে সবশেষ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। তবে সুপার ফোরে শ্রীলংকাকে বিদায় করে দিয়ে ভারত এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা।

টি-টোয়েন্টির অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। দুই দল অতীতে ১৩ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৭টিতে জয় পায় আফগানরা। আর ৬টিতে জয় পায় বাংলাদেশ।

এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ছিল চোখে পড়ার মত। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেন, ‘চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। এশিয়া কাপে আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি। এবার আমাদের পরিকল্পনা ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতি করা। যেহেতু আগের টুর্নামেন্টে ব্যাটিং নিয়ে ভুগেছি, তাই এ দিকেই বেশি মনোযোগ থাকবে।’

লিটনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। তবে ভিসা জটিলতায় এখনও সংযুক্ত আরব আমিরাতে যোগ দিতে পারেননি। জাকের আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে। তিনি বলেন, ‘ভিসা ইস্যু আছে, তবে বিসিবি দেখভাল করছে। আশা করছি দ্রুত সমাধান হবে এবং সৌম্য আমাদের সঙ্গে যোগ দেবেন।’

অন্যদিকে আফগানিস্তান এই সিরিজকে দেখছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে। অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা সবসময় জয়ের জন্য খেলি। এশিয়া কাপে হেরেছি, তবে ভুল থেকে শিখেছি। এই সিরিজ বিশ্বকাপের জন্য বড় সুযোগ। প্রতিটি ম্যাচই কম্পিটিটিভ, তাই এখানে মজা করতে আসিনি।’ রশিদ আরও যোগ করেন, ‘অন দ্যা ফিল্ড পারফরম্যান্স নির্ভর করে অফ দ্যা ফিল্ড মেইনটেনেন্সের ওপর। টানা ম্যাচ খেলায় রিকভারি আর ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই বিশ্বকাপের আগে ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের সম্ভাব্য দল: রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রশিদ খান (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক ও নুর আহমদ।

 

 

 

 

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9