বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম!

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচদের তালিকাটা বড্ড বড়। জেমি সিডন্স, চন্ডিকা হাথুরুসিংহে, রাসেল ডমিঙ্গো, ফিল সিমন্স, মুশতাক আহমেদদের মতো কিংবদন্তিরা লাল-সবুজ শিবিরে নিজেদের পদধ্বনি রেখেছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম তার ইচ্ছের কথা শুনিয়েছেন। তবে, এ-ও জানিয়েছেন, দীর্ঘমেয়াদে এই দায়িত্ব নেওয়া সম্ভব হবে না।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়াসিম আকরাম এখন ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত সময় পার করছেন। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে নিয়মিতই তার কণ্ঠ শোনা যায়। তার চুলচেরা ক্রিকেট বিশ্লেষণও বেশ জনপ্রিয়। বিভিন্ন টিভি অনুষ্ঠানেও পাকিস্তানি এই বোলিং কিংবদন্তিকে দেখা যায়।

বিসিবিতে কাজ করা প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, ‘আমি কিছু দিনের জন্য কাজ করতে পারি। কিন্তু দীর্ঘ মেয়াদে কাজ করব কি না সেটা এখন বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদের (স্পিন পরামর্শক) মতো একজন খুব ভালো কোচ আছেন। ফিল সিমন্স, শন টেইট আছেন। তারা ভালো কাজ করছেন।’

এদিকে প্রায় এক যুগে আগে বাংলাদেশে ভ্রমণ করেছিলেন ওয়াসিম আকরাম। যদিও এখন লাল-সবুজের আবহকে বেশ মিস করেন এই বোলিং কিংবদন্তি। এজন্য আগামী বছরের জানুয়ারিতে ভ্রমণেও আসতে চান।

তার ভাষ্যমতে, ‘আমি গত ১০-১২ বছর বাংলাদেশে যাইনি। তবে আগামী জানুয়ারিতে যাওয়ার পরিকল্পনা আছে। আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব। বাংলাদেশ ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বগুড়া; প্রতিটি শহরের কথা আমার মনে আছে। সেখানকার মানুষ এখনো আমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষের প্রতি সব সময় আমার ভালোবাসা। আমি শুধু বাংলায় একটা কথাই বলতে পারি। অমিতাভ বচ্চনের সংলাপ থেকে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি।’

অন্যদিকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই এশিয়া কাপের মঞ্চে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চতুর্থবারের মতো ফাইনাল মাতানোর মঞ্চও প্রায় নিশ্চিত ছিল লিটন বাহিনীর। তবে, অলিখিত সেই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের ছোট লক্ষ্য তাড়ায় ১১ রানের হতাশার পরাজয়ে শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয় টাইগারদের। তবে তামিম-তাসকিনদের হতাশার গল্পটা এখানেই শেষ না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সবশেষ তিন ইভেন্টেই বড় স্বপ্ন দেখিয়ে এলোমেলো গল্প লিখেছিল বাংলাদেশ। এজন্য ক্রিকেটারদেরই দায় দেখছেন ওয়াসিম আকরাম।

পাকিস্তানি কিংবদন্তির ভাষ্যমতে, ‘এখানে ক্রিকেট বোর্ডের করার কিছু নেই। বাংলাদেশের মানুষেরও এখানে কিছু করার নেই। এটা করতে হবে ক্রিকেটারদের। তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সচেতন থাকতে হবে। সেটা তো কোচ আপনাকে শেখাতে পারবে না। আপনার নিজেকেই শিখতে হবে। এই অবস্থায় আমি এভাবে ব্যাটিং করব। এই অবস্থায় আমাকে এভাবে বোলিং করতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট থেকে একটা ইতিবাচক ব্যাপার খুঁজে পাওয়া গেছে এবং সেটা হলো তাদের অসাধারণ ফিল্ডিং। দুই-তিনটা ক্যাচ মিস বাদ দিলে সব ঠিক আছে। এমনটা হতেই পারে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’

একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬