ভারতীয় হামলায় নিহতদের ম্যাচ ফি দানের ঘোষণা পাকিস্তান অধিনায়ক সালমনের

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ AM
পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে হারের পর রানারআপ হিসেবে পাওয়া ডামি চেক নেওয়ার পর স্টেজ থেকে সেটি ছুড়ে ফেলেন পাকিস্তানের অধিনায়ক সালমন আলি আঘা। এরপরই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি শুধু ট্রফি বিতর্ক নিয়েই মন্তব্য করেননি, বরং ঘোষণা দিয়েছেন ‘অপারেশন সিঁদুরে’ নিহতদের জন্য নিজেদের ম্যাচ ফি দান করারও। এদিকে ভারতীয় সরকার ইতিমধ্যেই বিশ্বের সামনে প্রমাণ তুলে ধরেছে যে অপারেশন সিঁদুরে ১০০-র বেশি জঙ্গি মারা গিয়েছিল। তবে সালমন আলি আঘা দাবি করেন, অপারেশন সিঁদুরে নাকি শিশু এবং মহিলারা মারা গিয়েছিল।

এদিকে হাত না মেলানো বিতর্কে নিয়ে তিনি বলেন, তিনি এমনটা এরআগে কখনও দেখেননি। এশিয়া কাপ শুরুর আগে অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার তার এবং পিসিবি চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এ আবহে সলমন দাবি করেন, সূর্যকে হয়ত নির্দেশ দেওয়া হয় ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলাতে। 

সালমন আরও বলেন, পাকিস্তানিদের সঙ্গে হাত না মিলিয়ে ভারত তাদের অপমান করেনি বরং ক্রিকেটকে অপমান করেছেন। সব ক্রিকেট দলেরই যুগ থাকে। যেভাবে ভারতীয় ক্রিকেটাররা ক্রিকেটের অপমান করছেন, তাতে শীঘ্রই সেই যুগ শেষ হয়ে যেতে পারে। ৯০-এর দশক টেনে এনে তিনি বলেন, সেই সময় ভারতকে আমরা পরপর হারাতাম। এখন ওরা আমাদের হারাচ্ছে।

হাত না মেলানোর বিষয় নিয়ে আইসিসির হস্তক্ষেপ করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে সলমন বলেন, এশিয়া কাপে যা হয়েছে, তা ঠিক হয়নি। আইসিসির বিষয়টি নিশ্চিত ভাবে দেখা উচিত। 

সাংবাদিক সম্মেলনের শেষে সলমন ম্যাচ ফি দান করার ঘোষণা করে সঙ্গে সঙ্গে উঠে যান। এরপর আর কোনও সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ তিনি দেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9