সূর্যকুমারের মন্তব্য ঘিরে বিতর্ক, আইসিসির দারস্থ পাকিস্তান

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের এক মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভিযোগ, সূর্যকুমারের বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে তারা।

পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, দুবাইয়ে আইসিসির এক বৈঠকে সূর্যকুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় পিসিবি। একইসঙ্গে এশিয়া কাপে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ারও অনুরোধ জানায়। তবে ম্যাচ রেফারির দুঃখ প্রকাশের পর সেই অভিযোগ প্রত্যাহার করে পিসিবি।

গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। তবে ম্যাচ শেষে করমর্দন না করাকে কেন্দ্র করে আলোচনার জন্ম হয়। সূর্যকুমার ও পাকিস্তান অধিনায়ক টস এবং ম্যাচ শেষে পরস্পরের সঙ্গে করমর্দন না করায় বিতর্ক তৈরি হয়। পরে পিসিবি জানায়, বিষয়টি বিভ্রান্তিকর ছিল এবং ম্যাচ রেফারির নির্দেশেই করমর্দন করেননি দুই অধিনায়ক।

তবে সংবাদ সম্মেলনে সূর্যকুমারের এক বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়। তিনি জানান, পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণেই করমর্দন করেননি। সূর্যকুমার বলেন, “'আমি মনে করি, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়। আমাদের সরকার ও বিসিসিআই মিলেই সিদ্ধান্ত নিয়েছিল। আমরা এখানে ওদের (পাকিস্তান) বিপক্ষে খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।”

ভারতের অধিনায়ক আরও বলেন, “পেহেলগামে নিহতদের পরিবারগুলোর পাশে আমরা আছি। এই জয় উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যারা ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছেন। তারা সব সময় আমাদের অনুপ্রেরণা দেন।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় নাগরিক। ভারত সরকারের অভিযোগ, হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠী জড়িত। এর জবাবে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। 

খাতা মূল্যায়নে গাফিলতি, ৫ বছরের জন্য শাস্তি পেলেন ৪ শিক্ষক
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন
  • ১২ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9