নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপিএলে দেখতে চান কুক

৩০ আগস্ট ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
নেদারল্যান্ডস শিবির

নেদারল্যান্ডস শিবির © সৌজন্যে প্রাপ্ত

বিশ্ব ক্রিকেটে ‘জায়ান্ট কিলার’ হিসেবে বেশ পরিচিত নেদারল্যান্ডস। আইসিসির আসরগুলোতে একের পর এক চমক দেখিয়ে শক্তিশালী দলগুলোকে হারানোর রেকর্ড আছে তাদের ঝুলিতে। এবার আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দলটি।

সিরিজ শুরুর আগে থেকেই বেশ আত্মবিশ্বাসী ডাচরা। জয়রথে চোখ নেদারল্যান্ডস শিবিরের। এছাড়া অভিজ্ঞ ব্যাটার ম্যাক্স ও’দোদ, অধিনায়ক স্কট এডওয়ার্ডসসহ আরও কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার দলে আছেন, যা কিনা সফরকারীদের বাড়তি প্রত্যাশা দিচ্ছে। 

অবশ্য কেবল বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চই নয়, ডাচ ক্রিকেটারদের জন্য এই সিরিজটি হতে পারে বিপিএলের দরজা খুলে দেওয়ার অনন্য সুযোগও। ভালো পারফরম্যান্সে সহজেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়তে পারেন। দলটির প্রধান কোচ রায়ান কুকও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কুক বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যখন আমি দেখি বেশি নেদারল্যান্ডসের প্লেয়াররা সুযোগ পাচ্ছে না, আমি অবাক হই। অবশ্যই ভালো সুযোগ, বাংলাদেশের বিপক্ষে। যদি বিপিএলেও সুযোগ মিলে তাহলে তো দারুণ হবে। ভালো প্রস্তুতির সুযোগ হবে। এখানের সবাই পেশাদার। তারা পূর্ণ সদস্য দেশের প্লেয়ার নয়। বাইরের লিগগুলোতে সুযোগ পেলে তারা সবসময় লুফে নেয়। আমাদের বছরে ১২টা সিরিজ থাকে। ফলে অন্য দেশে খেলাটা তাদের জন্য দারুণ সুযোগ। আশা করি সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারবে এবং বিপিএলের দলগুলো আশা করি তাদের দলে নিতে আগ্রহ দেখাবে।’

উল্লেখ্য, বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর গড়াবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

রংপুরে গণপিটুনিতে নিহত ২, এবি পার্টির উপজেলা নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9