গভীর সংকটে ক্যারিবীয় ক্রিকেট, কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠক ডাকল বোর্ড

১৫ জুলাই ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
টেস্ট ক্রিকেটে ভয়াবহ এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট ক্রিকেটে ভয়াবহ এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ © লোগো

টেস্ট ক্রিকেটে ভয়াবহ এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩–০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার চেয়েও বড় লজ্জা হলো—তিনটি টেস্টই শেষ হয়েছে মাত্র তিন দিনে। আর সিরিজের শেষ ম্যাচে ঘটেছে ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিব্রতকর ঘটনা, মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ!

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে অলআউট হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ছিল সেই রেকর্ড ভাঙার এক ধাপ দূরে। ২০০৪ সালে নিজেদের করা সর্বনিম্ন ৪৭ রানের রেকর্ডও এবার ভেঙে গেল। এই ইনিংসে প্রথম ছয় ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৬ রান, এবং ৭ জন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে—যা আরও একটি কলঙ্কজনক রেকর্ড।

লজ্জাজনক ব্যর্থতার পটভূমিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ডেকেছে এক জরুরি বৈঠক। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ক্যারিবীয় ক্রিকেটের তিন কিংবদন্তি—ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারাকে। আরও থাকছেন শিবনারায়ণ চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশ। সবাই মিলে ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটি’র অধীনে পর্যালোচনা করবেন সাম্প্রতিক ব্যর্থতা এবং দেবেন ভবিষ্যৎ পরিকল্পনার পরামর্শ।

সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো স্পষ্ট করেছেন, এ আলোচনায় কিংবদন্তিদের ডাকা হয়েছে লোক দেখানোর জন্য নয়, বরং বাস্তব পরিকল্পনার জন্য। তিনি বলেন, ‘তাঁরা আমাদের সোনালি যুগের অংশ। তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের দারুণভাবে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘এই হারের যন্ত্রণা আমিও গভীরভাবে অনুভব করছি। আমাদের সামনে কিছু নিদ্রাহীন রাত অপেক্ষা করছে। তবে এটাকেই আমরা শেষ মনে করব না। এখন সময় ভবিষ্যৎ প্রজন্মের ওপর বিনিয়োগ করার, আর সেই পুরনো ক্যারিবিয়ান স্পিরিটকে আবার জাগিয়ে তোলার।’

এ সংকটকালে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শ্যালো বলেন, ‘এটা বিভক্তির সময় নয়। খেলোয়াড়, কোচ, ভক্ত, সাবেক ক্রিকেটার, প্রশাসক—সবাইকে একসাথে এগোতে হবে। অনেক কাজ বাকি আছে, কিন্তু তা করতে হবে লক্ষ্য ঠিক রেখে, সম্মিলিতভাবে।’

ওয়েস্ট ইন্ডিজ আগামী ২১ জুলাই থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে সীমিত ওভারের আরেকটি সিরিজ।

নওগাঁয় চীনা প্রতিনিধিদলের পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলা…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রতীক পেলেন যারা
  • ২১ জানুয়ারি ২০২৬
এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9