বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড © সংগৃহীত
আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ম্যাচটিতে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এটি। এর আগে, প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারেনি যুব টাইগাররা, বৃষ্টি আইনে সেই ম্যাচে ১৮ রানে পরাজিত হয় বাংলাদেশ।
দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট, এতে গ্রুপের তৃতীয় স্থানে তারা। সমান দুটি ম্যাচ খেলে ভারত পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, নিউজিল্যান্ডের পয়েন্ট ২ এবং যুক্তরাষ্ট্রের ঝুলিতে ১ পয়েন্ট।
গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন শেষ চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র। আগামী ২৩ জানুয়ারি ওই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সুপার সিক্সে উঠতে হলে এই ম্যাচে জয় পাওয়াই এখন প্রধান লক্ষ্য যুব টাইগারদের।
বুলাওয়ায়োতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। প্রায় এক ঘণ্টার বেশি সময় নষ্ট হওয়ায় ম্যাচটি ৫০ ওভারের বদলে ৪৭ ওভারে নামিয়ে আনা হয়। পরে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ম্যাচ শুরু হতেই সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন পেসার ইকবাল হোসেন ইমন।নিউজিল্যান্ডের ওপেনার হুগো বোগকে ৮ রানে বোল্ড করে দেন তিনি। পরে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে তোলে নিউজিল্যান্ড।
১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫১ রান। ঠিক তখনই আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় স্থানীয় সময় বিকেল ৩টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
উল্লেখ্য, টুর্নামেন্টে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ফলে টানা দুই ম্যাচেই বৃষ্টির কবলে পড়ে কিউই যুবরা।