রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের ‘বি’ (বাণিজ্য গ্রুপ) ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আবারও ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়েছে। এবার আর প্রবেশপত্রে আসন বিন্যাসের কোনো তথ্য পাওয়া যাবে না।
বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, পরীক্ষার্থীরা এখন ওয়েবসাইটে (admission.ru.ac.bd) ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে নিজ নিজ আসন বিন্যাসের তথ্য দেখে নিতে পারবেন।
এছাড়াও, পরীক্ষার্থীরা চাইলে তাদের প্রবেশপত্রের উপরে ডানে অবস্থিত QR কোড স্ক্যান করেও আসনবিন্যাস দেখতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।