এক ম্যাচ, দুই ভেন্যু—সাফে অভিনব ইতিহাস বাংলাদেশের

বাংলাদেশ-ভুটান ম্যাচ
বাংলাদেশ-ভুটান ম্যাচ   © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশ-ভুটান ম্যাচ। মধ্যবিরতির পর মাঠ অনুপযুক্ত থাকায় কিংস অ্যারেনায় খেলা শুরু হয়নি। পৌনে তিন ঘণ্টা পর অ্যারেনার অনুশীলন মাঠে দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়। ঘটনাবহুল ম্যাচে হ্যাটট্রিক করে নায়ক হয়ে উঠেন বাংলাদেশের শান্তি, তার দুর্দান্ত নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়লাভ করে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ মাঠে গড়ায়। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়। 

অক্লান্ত পরিশ্রমের পরও মাঠ খেলার উপযোগী করতে পারেননি মাঠকর্মীরা। বিকেল সাড়ে ৫টার দিকে ম্যাচ কমিশনার আনসার আসিফ ও গ্রাউন্ডসম্যানদের পর্যালোচনার পর প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচ সরিয়ে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর সন্ধ্যা পৌনে ৭টায় দ্বিতীয়ার্ধ শুরু হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে খেলায় সমতা আনে ভুটান। কিছুক্ষণ পর বাংলাদেশকে আবার লিড এনে দেন শান্তি মারডি। এরপর শান্তির হ্যাটট্রিক এবং আরেকটি গোল মিলিয়ে ৪-১ গোলে জয় পায় বাংলাদেশ। 

তিন ম্যাচ শেষে ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সাফ অ-২০ টুর্নামেন্টে ৪ দল একে অন্যের সঙ্গে দু'বার করে মুখোমুখি হবে। ৬ ম্যাচ শেষে টেবিলে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।


সর্বশেষ সংবাদ