এনএসইউ-তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা © সংগৃহীত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয় পাঁচটি ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করেছে। এর মধ্যে চারটি পিএইচডি ও একটি মাস্টার্স স্কলারশিপ রয়েছে। এনএসইউ ও তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের একটি বৈঠকে ২০ জানুয়ারি (মঙ্গলবার) এই ঘোষণা দেওয়া হয়।
তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস ডিন অধ্যাপক সান পেইঝে এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ভাইস ডিন লিউ ওয়েনওয়ে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর চেন ইউ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক এবং জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা।
এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি, আবাসন সুবিধা, পূর্ণাঙ্গ চিকিৎসা বীমা এবং মাসিক জীবনযাপন ভাতা অন্তর্ভুক্ত থাকবে। পিএইচডি শিক্ষার্থীরা মাসিক ৩,৫০০ চীনা ইউয়ান এবং মাস্টার্স শিক্ষার্থীরা মাসিক ২,৫০০ চীনা ইউয়ান ভাতা পাবেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ডিগ্রি প্রোগ্রামের সম্পূর্ণ মেয়াদজুড়েই এই স্কলারশিপ কার্যকর থাকবে।
আলোচনায় উভয় বিশ্ববিদ্যালয় নিজেদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম তুলে ধরে এবং শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা—বিশেষ করে পরিবেশ খাতে—এবং সামগ্রিক একাডেমিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে। এনএসইউ কর্তৃপক্ষ এই স্কলারশিপের প্রস্তাবকে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ ও বৈশ্বিক অভিজ্ঞতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানায়।
ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।