এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত, শতভাগ মেধাবৃত্তি পেলেন ২৩ জন

১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ PM
এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন প্রোগ্রামে

এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন প্রোগ্রামে © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও একাডেমিক পরিবেশ সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পায়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২৩ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খালিলুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব এম. এ. কাশেম ও এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।

প্রধান অতিথি ড. খালিলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবসময় মনে রাখবে, শুধু বই থেকে শেখাই যথেষ্ট নয়। তোমাদের বারবার প্রশ্ন করতে হবে এবং সৃজনশীল শিক্ষার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে। আমি বিশ্বাস করি— আমাদের আগামীর পথ তোমাদের নেতৃত্বেই নিরাপদ হবে। তাই সাহসী হও, কখনো ‘না’কে চূড়ান্ত উত্তর হিসেবে মেনে নিও না। আমাদের পূর্বপুরুষেরা যেমন কখনো হাল ছাড়েননি, তোমরাও তেমনি দৃঢ় থাকো।

বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার বলেন, এনএসইউ-এর প্রতি আপনাদের আস্থা আমরা গভীর এবং আন্তরিকভাবে মূল্যায়ন করি। আমরা এই আস্থাকে একটি মহৎ দায়িত্ব হিসেবে দেখি এবং যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এনএসইউতে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দায়িত্বশীল, নৈতিক, সহমর্মী ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক গড়ে উঠতে দেখতে চাই।

জনাব বেনজীর আহমেদ বলেন, এনএসইউ কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি এমন একটি স্থান যেখানে স্বপ্ন গড়ে ওঠে। এখানে তোমরা বড় স্বপ্ন দেখতে শিখবে, নেতৃত্ব দিতে শিখবে এবং অন্যদের কল্যাণে কাজ করতে শিখবে।

জনাব এম. এ. কাশেম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আজ তোমাদের এই প্রত্যাশা নিয়ে স্বাগত জানাই যে, তোমরাই হবে আগামীর নেতৃত্ব। জীবনে দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি ও উচ্চাকাঙ্ক্ষা থাকলে কোনো কিছুই একজন মানুষকে থামাতে পারে না।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এটি শুধু স্নাতক হওয়া বা ডিগ্রি অর্জনের বিষয় নয়, তোমাদের ভালো মানুষ হয়ে ওঠাও সমানভাবে গুরুত্বপূর্ণ। নাগরিক দায়িত্ববোধ ছাড়া দেশ কখনো এগোতে পারে না এবং আমাদের উন্নয়ন তোমাদের অবদান ও পরিবর্তনের ওপরই নির্ভর করবে।

এনএসইউ’র উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তোমাদের এই অবস্থানে নিয়ে আসতে তোমাদের বাবা-মা তাদের জীবনে অনেক ত্যাগ করেছেন। তাই তোমাদের পরিবার, সমাজ ও দেশের প্রতি তোমাদের দায়িত্ব রয়েছে। তোমরা এই দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা নিয়ে আমি তোমাদের এনএসইউ পরিবারে স্বাগত জানাই।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগ: এনএসইউ
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, আটক ৩
  • ১৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
  • ১৯ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল আজ, ভর্তি …
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ পরিদর্শকের মৌখিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউটিউব থেকে বাড়তি আয়ের ৩ কৌশল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9