প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবারও এ ফলাফল প্রকাশ করা হতে পারে৷ তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আজ (বুধবার) পুরো কাজ শেষ করতে পারলে আজই ফল প্রকাশ করা হতে পারে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. মোখলেছুর রহমান এনডিসি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে৷ এর বেশি এই মুহূর্তে আর কিছু বলা সম্ভব না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে সভা হয়েছে। যে কোনো সময় ফল প্রকাশ করা হতে পারে।