নতুন মাইলফলক ছুঁলেন হৃদয়

০৫ জুলাই ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৬:৫২ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেছেন তাওহীদ হৃদয়। শনিবার (৫ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৮৫ রান নিয়ে নেমেছিলেন তাওহীদ হৃদয়। সে সময়ে চাপ নিয়েই মাঠে নেমেছিলেন মিডল-অর্ডার এই ব্যাটার।

তবে চাপ সামলে এর মধ্যেই ওয়ানডেতে ২৫তম বাংলাদেশি ব্যাটার হিসেবে ব্যক্তিগত এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। ৩৩ ইনিংসে তার ব্যাট থেকে এক হাজার রান এল। এর মধ্যে একটি সেঞ্চুরির পাশাপাশি ৭টি অর্ধশতক রয়েছে। হৃদয়ের চেয়ে কম ইনিংসে দু'জন এই মাইলফলক ছুঁয়েছেন— শাহরিয়ার নাফিস (২৯) ও এনামুল হক (২৯)।

২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হৃদয়ের। শুরু থেকেই ব্যাট হাতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে দলে জায়গা পাকাপোক্ত করে নেন তিনি। বর্তমানে মিডল-অর্ডারে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন।

গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান হৃদয়। ওই ম্যাচে তিনি ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রান করেন। যদিও সেই ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হেরে যায়।

ওয়ানডে ক্রিকেটে হৃদয়ের আগে বাংলাদেশের হয়ে ২৪ জন ক্রিকেটার ১ হাজার বা তার বেশি রান করেছেন। দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল, তার সংগ্রহ ২৪৩ ম্যাচে ৮ হাজার ৩৫৭ রান। তামিমের নামের পাশে ১৪ সেঞ্চুরি ও ৫৬ অর্ধশতক রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ব্যাচ বাতিল 
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9