মিরাজকে নিয়ে শঙ্কা, গলে একাদশ চূড়ান্ত করতে দোটানায় বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
আগামী পরশু থেকে শ্রীলঙ্কার গলে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশের শিবিরে কিছুটা দুশ্চিন্তার ছায়া—অসুস্থ হয়ে পড়েছেন দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সিরিজের প্রথম টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে জ্বরে ভুগছেন মিরাজ। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ফলে গল টেস্টে বাংলাদেশের চূড়ান্ত একাদশ তৈরি নিয়েই সংশয় দেখা দিয়েছে। শেষ পর্যন্ত মিরাজকে পাওয়া যাবে কি না, সেটি এখনো অনিশ্চিত।
জানা গেছে, অসুস্থতার কারণে গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের প্রথম অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি মিরাজ। অনুশীলনের পর সংবাদমাধ্যমকে কোচ সিমন্স বলেন, “আজ সকালে পাওয়া সর্বশেষ খবরে জেনেছি, গত কয়েক দিনে তার অবস্থার উন্নতি হয়েছে। আমরা সন্ধ্যায় ওষুধ খাওয়ার পর তার শরীরের প্রতিক্রিয়া দেখব। আশা করছি, সে আগামীকাল অনুশীলনে ফিরতে পারবে এবং খেলতে প্রস্তুত থাকবে।”
মিরাজের খেলা অনিশ্চিত হওয়ায় দলের ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠছে। ব্যাটিং-বোলিংয়ে সমান অবদান রাখা এ স্পিনিং অলরাউন্ডারের অনুপস্থিতিতে স্পিন বিভাগে চাপ বাড়বে বাঁহাতি তাইজুল ইসলামের ওপর। বিষয়টি স্বীকার করেছেন কোচ সিমন্সও। তিনি বলেন, “হ্যাঁ, এটা অবশ্যই কিছুটা দুশ্চিন্তার বিষয়। তবে একজনের দুর্ভাগ্য অন্য কারও জন্য সুযোগ হয়ে আসে। যদি মিরাজ খেলতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে।”
এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশের একাদশ। আগামীকাল উইকেট পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিমন্স। যদিও গলের উইকেট সাধারণত স্পিনবান্ধব হয়ে থাকে, তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
সিমন্স বলেন, “আমরা এখনো কম্বিনেশন ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত উইকেট ভালোই মনে হচ্ছে। কাল আরও একবার দেখে বুঝে নিতে হবে।”
উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজ নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫–২০২৭) চক্রের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।